ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন প্রজাতির ধান উদ্ভাবন করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
নতুন প্রজাতির ধান উদ্ভাবন করেছে ভারত

কুটাক: নতুন প্রজাতির ধান আবিস্কার করেছে ভারতের কৃষি বিভাগ। কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই ধান গাছ পানির মধ্যেও দীর্ঘ দিন বেঁচে থাকতে পারবে।



কৃষি বিজ্ঞানীরা জানান, ‘সিআর ৫০১’ নামের ধানের গাছ ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার পর্যন্ত পানির নিচে  বেঁচে থাকতে পারবে। ভারতে বন্যার পানিতে প্রতিবছর ধান উৎপাদন ব্যহত হয়। খুব শিগগিরিই ওই ধান বাজারে কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

কেন্দ্রীয় ধান গবেষনা ইনস্টিটিউটের দীর্ঘ দিনের গবেষনার ফল উন্নতজাতের এই ধান।

বার্তা সংস্থা আএএনএসকে দেওয়া সাক্ষাতকারে কেন্দ্রীয় ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক তপন কুমার আদহা বলেন, আমরা প্রায় পাঁচ বছর ধরে এই ধানের পরীক্ষা চালাচ্ছি। নতুন এই ধান ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার গভীর পানিতে টিকে থাকতে পারবে। ’

তপন কুমার আরও বলেন, ‘প্রতি হেক্টরে ধান উৎপাদন হবে ৪ টন। আর ধান হতে সময় লাগবে ১৫৫ থেকে ১৬০ দিন’।

ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে ধানের উৎপাদনে ৩০ শতাংশ ক্ষতি হয়ে থাকে।

ক্রমবর্ধমান জনগনের খাদ্য সরবরাহ করতে ভারতের ২০২৫ সালের ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩০ মিলিয়ন টন। এই লক্ষ্য মাত্রা অর্জনে ‘সিআর ৫০১’ বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।