যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ না হলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। ওই মহড়া বন্ধ না করায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।
এদিকে উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার পর সতর্ক অবস্থায় রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা৪০ মিনিটে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে অন্তত একটি দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করা হয়। আর ৮টা৩৯ মিনিটে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। মিসাইলগুলো জাপান সাগরে পড়েছে।
এর আগে বুধবারও পিয়ংইয়ং ২০টির মতো মিসাইল ছড়ে। এরমধ্যে একটি দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমার কাছে পড়ে।
উত্তর কোরিয়া একের পর এক মিসাইল ছুড়তে থাকলেও এ যাবতকালের সর্ববৃহৎ যৌথ সামরিক মহড়া বন্ধ করেনি ওয়াশিংটন ও সিউল। এই মহড়ায় শত শত যুদ্ধবিমান বিরামহীন গোলাবর্ষণ করে যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপান সরকার তার উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে তাদের ঘরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা জানান, মিসাইলগুলো জাপানি দ্বীপপুঞ্জ অতিক্রম করেনি, তবে জাপান সাগরের ওপর দিয়ে গেছে।
সূত্র: এএফপি, বিবিসি
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০২২
ইআর