ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গিনি হত্যাকাণ্ড: বছর পার হলেও বিচার হয়নি খুনিদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
গিনি হত্যাকাণ্ড: বছর পার হলেও বিচার হয়নি খুনিদের

কনাক্রি: ভয়াবহ গিনি হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও আজ পর্যন্ত সেনাবাহিনীর কোনো সদস্যকেই বিচারের মুখোমুখি করা হয়নি।

২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর কনাক্রির সবচেয়ে বড় স্টেডিয়ামে বিরোধী দলের শান্তিপূর্ণ র‌্যালিতে সামরিক বাহিনী নির্বিচার হত্যা ও নির্যাতন চালায়।

বর্বরতম ওই হামলায় ১৫৭ জন নিহত, এক হাজারের বেশি মানুষ আহত এবং শত শত নারী নির্যাতনের শিকার হন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) হত্যাকাণ্ডের এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে।

নির্যাতনের শিকার সালেমাতু বানগৌরা (৪৩) ঐ ঘটনাকে নরকের সঙ্গে তুলনা করে বার্তাসংস্থা এএফপিকে বলেন, তিনি চার দিন বন্দী ছিলেন। এ সময় কতজন সেনা তাকে নির্যাতন করেছে তা তিনি বলতে পারেননি। কারণ তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।  

২৮ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি এবং কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। এক সাজানো নাটকের মাধ্যমে আদালত মাত্র দুই মন্ত্রীর পদ কেড়ে নেয়।

তবে তাদের শাস্তির পরিবর্তে অপরাধীদের আরও ভালো দায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।