ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী জেলা তাবলিগ ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত।

 

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মহাগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাবলিগ ইজতেমা শুরু হয়েছে।

দুপুরে কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

এ সময় তাবলিগ ইজতেমার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন রাসিক মেয়র।

পরিদর্শনকালে রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা. আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. সেলিম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।