ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

রাসুল (সা.) যেভাবে খাবার বিরতণ করতেন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
রাসুল (সা.) যেভাবে খাবার বিরতণ করতেন

ঘরে কিংবা মজলিসে খাদ্য বিতরণ ও সভা-সমাবেশে কোনো কিছু বিতরণের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হবে। কারণ ডান দিক থেকে শুরু করা সুন্নত।

আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.)-এর জন্য একটি বকরির দুধ দোহন করা হলো। তখন তিনি আনাস ইবনে মালেক (রা.)-এর ঘরে অবস্থান করছিলেন এবং সেই দুধের সঙ্গে আনাস ইবনে মালেকের বাড়ির কুয়ার পানি মেশানো হলো।
তারপর পাত্রটি আল্লাহর রাসুল (সা.)-কে দেওয়া হলো। তিনি তা থেকে পান করেন। পাত্রটি তাঁর মুখ থেকে আলাদা করার পর তিনি দেখেন, তাঁর বাঁ দিকে আবু বকর ও ডান দিকে একজন বেদুইন আছে। পাত্রটি তিনি হয়তো বেদুইনকে দিয়ে দেবেন—এ আশঙ্কায় ওমর (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! আবু বকর (রা.) আপনার পাশে, তাঁকে পাত্রটি দিন।

তিনি বেদুইনকে পাত্রটি দিয়ে দেন, যে তাঁর ডান পাশে ছিল। অতঃপর তিনি বলেন, ডান দিকের লোক বেশি হকদার। ’ (বুখারি, হাদিস : ২৩৫২)
অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সা.) ইরশাদ করেন, ‘ডান দিকের ব্যক্তিদের (অগ্রাধিকার), ডান দিকের ব্যক্তিদের (অগ্রাধিকার)। শোনো! ডান দিক থেকেই শুরু করবে।
’ (বুখারি, হাদিস : ২৫৭১)

তবে বাঁ দিকে কোনো সম্মানিত মানুষ, বিশেষ অতিথি ও বয়স্ক ব্যক্তি থাকলে ডান পাশের মানুষের অনুমতি নিয়ে বাঁ দিকের ব্যক্তিকে কোনো কিছু দেওয়া যাবে। সাহল ইবনু সাদ (রা.) বলেন, ‘নবী করিম (সা.)-এর কাছে একটি পেয়ালা আনা হলো। তিনি তা থেকে পান করেন। তখন তাঁর ডান দিকে ছিল একজন বয়ঃকনিষ্ঠ বালক আর বয়স্ক লোকেরা ছিলেন তাঁর বাঁ দিকে।

তিনি বলেন, হে বালক! তুমি কি আমাকে অবশিষ্ট (পানিটুকু) বয়স্কদের দেওয়ার অনুমতি দেবে? সে বলল, হে আল্লাহর রাসুল! আপনার কাছ থেকে ফজিলত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দেব না।
অতঃপর তিনি তা তাকে প্রদান করেন। ’ (বুখারি, হাদিস : ২৩৫১)

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।