ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

সুদান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৯ বছরের বালিকার সাফল্য

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
সুদান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৯ বছরের বালিকার সাফল্য

সুদান আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের একটি রাষ্ট্র। রাজধানীর নাম খার্তুম।

সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভাজন এবং মতবিরোধের ফলে সুদানে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে।

তার পরও সেখানে অায়োজন করা হয়েছে কোরআনিক আঞ্জুমানের ব্যবস্থাপনায় ‘খার্তুম পুরস্কার’ শিরোনামে সপ্তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার।

৬ জানুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

এ প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন মোজাম্বিক প্রজাতন্ত্রের ৯ বছরের বালিকা ‘যাকিয়া আবু বকর। ’

প্রতিযোগিতার দ্বিতীয় গ্রুপে যাকিয়া অংশ নিয়েছেন। এই গ্রুপে অংশ নেওয়া সবাই পুরো কোরআনের হাফেজ। প্রতিযোগিতায় তাদেরকে হাফসা কেরাতের রীতিসহ আরও দুইটি রীতিতে কোরআন তেলাওয়াত করতে হবে।

তবে মোজাম্বিকের এই বালিকা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগিতার সময় নির্ভুল ও সুন্দরভাবে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকদের মন জয় করে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছেন।

প্রতিযোগিতায় বিভিন্ন দেশের পুরুষ হাফেজ ও কারিরাও অন্য গ্রুপে অংশ নিয়েছেন।

ওইসব গ্রুপে রয়েছে, সম্পূর্ণ কোরআন হেফজ, ২৪ নম্বর পারার তাফসির ও শাব্দিক ব্যাখ্যা এবং তাজবিদ সহকারে কোরআনে কারিম তেলাওয়াত।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।