ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

লক্ষ্মীপুরে ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল, যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
লক্ষ্মীপুরে ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল, যানজট আখেরি মোনাজাতের জন্য রামগতি-লক্ষ্মীপুর সড়কে যানজট

লক্ষ্মীপুরে ইজতেমার শেষদিন (রোববার ২৫ ডিসেম্বর) আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইজতেমার শেষদিন (রোববার ২৫ ডিসেম্বর) আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।

বাস-ট্রাক, পিকআপভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল এবং দল বেধে পায়ে হেঁটে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসছেন ইজতেমায়।

এ কারণে রামগতি-লক্ষ্মীপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ভবানীগঞ্জ কলেজ এলাকা থেকে ইজতেমাস্থল সুতার গোপটার দক্ষিণ এলাকা পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার যানজটে আটকা পড়েছে যানবাহনসহ যাত্রীরা।

আখেরি মোনাজাতকে সামনে রেখে ইজতেমা ময়দানে মুসল্লিদের সংখ্যা বাড়ছে। তিন লাখ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন করা হলেও আখেরী মোনাজাতে পাঁচ লাখ মুসল্লির অংশগ্রহণ হতে পারে বলে মনে করছেন আয়োজকরা।

আখেরী মোনাজাতকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব  ইজতেমা শুরু হয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে ইজতেমার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।