ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মাঠে ইজতেমা শুরু হয়। বাদ জোহর থেকে বাকি তিনদিন কাকরাইল মসজিদের মুরব্বিরা বয়ান করবেন।

ইজতেমাকে ঘিরে নওগাঁ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে এরই মধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠজুড়ে বসানো হয়েছে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী  নিযুক্ত রয়েছে। মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস টিমের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের অজু, গোসলসহ প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার নির্মাণ করা হয়েছে।

এরই মধ্যে নওগাঁর ১১ উপজেলা ছাড়াও বগুড়া, জয়পুরহাট, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে।

২৭ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।