সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৪ জুলাই থেকে ৩৭টি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে বিমান এখন পর্যন্ত মোট ১৬ হাজার ২০৬ জন হজযাত্রী পরিবহন করেছে। এবছর ‘রোড টু মক্কা’-এর আওতায় ধর্ম মন্ত্রণালয়কে ১২২টি ফ্লাইটের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার অনুমতি দিয়েছে সৌদি আরব।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হওয়া সরকারের একটি মহতী উদ্যোগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুন্দর হজ্জ কার্যক্রম পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ।
হজ মৌসুমের যাত্রীদের যাত্রার ৮ ঘন্টা আগে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
টিএম/এমএমইউ