কিন্তু কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমার সাবেক স্ত্রী মারা গেছেন। এখন ছেলেটিকে আমি আমার কাছে নিয়ে আসতে চাচ্ছি।
উত্তর: সন্তান লালন পালনের অধিকার প্রথমে মায়ের উপর বর্তায়। মায়ের অনুপস্থিতিতে অধিকার থাকে তার নানির। ছেলে-সন্তান নিজের ব্যক্তিগত কাজ (যেমন, পানাহার, পোশাক পরিধান, শৌচাগার ব্যবহার) একা করতে সামর্থ্য হওয়া পর্যন্ত নানি তাকে রাখতে পারবে।
আরও পড়ুন: বিয়ে-বিচ্ছেদের পর শরিয়তে সন্তান প্রতিপালনের অধিকার কার?
ফিকাহবিদ ওলামায়ে কেরাম বলেন, সাধারণ অভিজ্ঞতার আলোকে এই বয়সসীমা সাত বছর। এই বয়স পূর্ণ হওয়ার পর পিতা চাইলে নিজের কাছে ছেলেকে নিয়ে আসতে পারবেন। আপনার উল্লেখিত ক্ষেত্রে নানি যেহেতু শিশুর লালন-পালনে আগ্রহী, তাই উক্ত বয়সসীমা পূর্ণ হওয়ার আগে আপনি তাকে জোর করে আনা যাবে না।
সূত্র: ফাতাওয়া হিন্দিয়া: ১/৫৪১; বাদায়েউস সানায়ে ৩/৪৫৭; আন-নাহরুল ফায়েক: ২/৫০০; কিতাবুল আছল: ১০/৩৫১; শরহু মুখতাসারিত তাহাভি: ৫/৩২৪; খুলাসাতুল ফাতাওয়া: ২/৭২
প্রশ্নটি করেছেন: জাহেদ রিজওয়ান, আটপারা, নেত্রকোনা
ইসলাম বিভাগে আপনিও লেখা-প্রশ্ন পাঠাতে পারেন। জীবনঘনিষ্ঠ প্রশ্ন ও বিষয়ভিত্তিক লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএমইউ