শুক্রবার (০৮ নভেম্বর) সম্মেলনটি শুরু হয়ে শনিবার (০৯ নভেম্বর) শেষ হবে। সম্মেলনে ইসলামী অর্থনিীতি বিষয়ক বেশ কিছু নিয়ম-নীতি ও ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা করা হবে।
এছাড়াও সম্মেলনের শেষ দিকে ‘ইসলামিক ইনস্ট্রুমেন্টের বৈজ্ঞানিক প্রয়োগসমূহ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান একাডেমি অব ফিনান্স অ্যান্ড ইসলামিক ইকোনমিকসের সভাপতি প্রফেসর ড. আশরাফ দোয়াবেহ কর্মশালায় মৌলিক আলোচনা করবেন।
বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সম্মেলনে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে অভিজ্ঞ বেশ কিছু আলেম, গবেষক ও বিদ্বানব্যক্তি অংশ নেবেন।
ওয়ার্ল্ড লিগ অব মুসলিম স্কলার্সের সেক্রেটারি জেনারেল ড. আলী মহিউদ্দিন আল-কুরাহ দাঘি, ইস্তাম্বুলের সাবাহউদ্দিন জাইম বিশ্ববিদ্যালয়ের ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আবদুলমুতাল্লি আরবা, তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রধানের উপদেষ্টা ইয়াসিন আক্তা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান ও তুর্কি অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধান কর্তাব্যক্তিরা সম্মেলনে অংশ গ্রহণ করবেন।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে ই-মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমএমইউ