ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।
কারাদণ্ডের পাশাপাশি তাকে ৮৪ লাখ ৮০ হাজার ২৫১ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে মনিরুল ইসলাম খানের স্ত্রী মিসেস শাহনাজ ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। তিনি মামলার শুরু থেকেই পলাতক ছিলেন।
মনিরুল ইসলাম খানের আইনজীবী মো. রফিক-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, দুদক মনিরুল ইসলাম খানকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয়। ২০১৭ সালের ১৩ এপ্রিল নিজ ও স্ত্রীর নামীয় সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দুদক দেখতে পায় মনিরুল ইসলাম খান ও স্ত্রী শাহনাজ ইসলাম এক কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন।
এ অভিযোগে ২০১৯ সালের ৩ জানুয়ারি দুদকের সাবেক সহকারী পরিচালক ফারুক আহমেদ রমনা থানায় মামলা করেন। মামলা তদন্ত করে ২০২০ সালের ২ মার্চ মনিরুল ইসলাম খান ও তার স্ত্রী শাহনাজ ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মোহা.আবুল হোসেন। এরপর মামলাটিতে দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার বিচার চলাকালে আদালত ৮ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মনিরুল ইসলামসহ চারজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
কেআই/জেএইচ