বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
কয়েকজন কাউন্সিলরের করা রিটের সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
পরে জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, আগের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। একইসঙ্গে ক্রীড়া সচিব ও বিভিন্ন জেলা সংস্থা সভাপতির কাছে পাঠানো সেই চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
ইতোপূর্বে ক্যাটাগরি-এ তে ক্রিকেট বোর্ডে পাঠানো মনোনীত কাউন্সিলররা পরবর্তী নির্বাচনে নিযুক্ত থাকবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের নাম কাউন্সিলর হিসেবে চলে এসেছিল বলে জানান এ আইনজীবী।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিট আবেদনকারীরা হলেন- রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম।
ইএস/আরবি