ঢাকা: মধ্যরাতে উত্তেজনা ছড়ানোর পর গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাইবার সুরক্ষা আইনে চকবাজার থানায় দায়ের হওয়া মামলায় শ্রীশান্ত রায়কে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা শ্রীশান্তকে আসামি করে চকবাজার থানায় মামলা করে। মামলায় তার বিরুদ্ধে সাইবার স্পেসে নারীদের নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। পরে সে মামলায় শ্রীশান্তকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ বা আলামত পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানান ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
কেআই/জেএইচ