ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম নুরীকে জিহ্বা কেটে গুরুতর আহত করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামি মাহবুবুল আলম শিমুলের জামিন আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৪ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম এ আউয়াল।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গত ৪ মার্চ দৌলতবাড়ি দরবারের ওয়াজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে উপজেলার আজমপুর এলাকায় পৌঁছালে মাওলানা শরীফুল ইসলামকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মক আহত করা হয় তাকে। এসময় তার জিহ্বাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
আহত ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম নুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চাপুইর এলাকার আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে ও বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রভাষক।
এ ঘটনায় গত ৫ মার্চ মাওলানা শরীফুল ইসলামের চাচা মো. আবদুল বাছির ভূঁইয়া বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার পর ৮ মার্চ চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তাররা হলেন - বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আলম শিমুল (৩৩), চাওড়া দৌলতবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিংলাবাড়ি গ্রামের শেবু মিয়ার ছেলে মো. আমিরুল ইসলাম রিমন (২০)।
আরও পড়ুন >> ইসলামী বক্তার জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ইএস/এসএএইচ