ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

‘মাই লর্ড’ সম্বোধন না করতে বললেন হাইকোর্টের একটি বেঞ্চ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, জুলাই ২৫, ২০২৩
‘মাই লর্ড’ সম্বোধন না করতে বললেন হাইকোর্টের একটি বেঞ্চ 

ঢাকা: সুপ্রিম কোর্টের বিচারকদের সম্বোধন করা শব্দ ‘মাই লর্ড’ বলতে আইনজীবীদের না করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

ওই শব্দের পরিবর্তে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ থেকে এ নির্দেশনা আসে।

ওই বেঞ্চের এক কর্মকর্তা এ সংক্রান্ত নোটিশও জারি করেছেন।  

নোটিশে বলা হয়, ‘এ বেঞ্চে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের ‘মাই লর্ড’ এর স্থলে ‘ইউর অনার/স্যার সম্বোধন করার নির্দেশ দেওয়া হলো। ’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।