ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে শিশু অপহরণ মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
নারায়ণগঞ্জে শিশু অপহরণ মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড আদালতের রায়: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দায়ের করা অপহরণ মামলায় ওমর ফারুক (৪৬) নামে একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক রাজশাহীর গোদাবাড়ি এলাকার সেকান্দার আলী ছেলে। একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর আসামিরা জিহান নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

অহহৃত শিশুকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামি পলাতক ছিল।

কোর্ট পুলিশের পরির্দশক আসাদুজ্জামান বলেন, ২০১২ সালের একটি অপহরণ মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।