ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

গৃহবধূকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় চারজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
গৃহবধূকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় চারজনের কারাদণ্ড

বরিশাল: বরিশালে আবাসিক হোটেলে আটকে রেখে এক গৃহবধূকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় মানব পাচারের মামলায় চারজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (২৯ অক্টোবর) বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন এ রায় ঘোষণা করেন। এ তথ্য জানিয়েছেন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) কায়উম খান কায়সার।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীর বাড়ৈকান্দি এলাকার সেলিম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৩৭), পটুয়াখালীর গলাচিপা উপজেলার মোতাহার হোসেনের ছেলে নেছারউদ্দিন (৩৯), ভোলার চরফ্যাসন উপজেলার মিয়াজানপুর গ্রামের জামালের ছেলে মাসুদ (২৭) ও বরিশাল সদর উপজেলার চরনেহারগঞ্জের সুলতান শরীফের ছেলে রিয়াজ ফরাজী (৩৭)। রায় ঘোষণার সময় দণ্ডিত মাসুদ পলাতক ছিলেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. তুহিন মোল্লা।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ৬ আগস্ট কোতোয়ালি মডেল থানার এসআই প্রলয় কান্তি দাসের নেতৃত্বে নগরের পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল খানে অভিযান পরিচালনা করা হয়। তখন ওই হোটেলের সাত নম্বর কক্ষে তালাবদ্ধ অবস্থায় ৩০ বছর বয়সী এক গৃহবধূকে উদ্ধার করা হয়।

ওই গৃহবধূ জানায় চাকরির প্রলোভনে তাকে হোটেলে এনে আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে হোটেলের ওই চার কর্মচারীকে আটক করে। এ ঘটনায় ওইদিন হোটেলের পাঁচ কর্মচারীকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন এসআই প্রলয় কান্তি দাস। কোতোয়ালি মডেল থানার এসআই আসাদুল ইসলাম ওই বছরের ৩০ সেপ্টেম্বর ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিয়েছেন।

বেঞ্চ সহকারী আরও জানান, সাজা পরোয়ানায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।