ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

হত্যা মামলায় আ. লীগ নেতা বি এম মোজাম্মেল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, অক্টোবর ৬, ২০২৫
হত্যা মামলায় আ. লীগ নেতা বি এম মোজাম্মেল কারাগারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম তাকে।

আবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ঘটনার দিন ৫ আগস্ট আদাবর থানা এলাকায় সরকারবিরোধী আন্দোলন দমনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওইদিন সহিংসতায় গামেন্টকর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় এ আসামি জড়িত ছিল মর্মে তথ্য-উপাত্ত পাওয়া যায়। তার বিরুদ্ধে ৮টি মামলার তথ্য পাওয়া যায়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

মোজাম্মেল হকের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মূলনথি প্রাপ্তি সাপেক্ষে পরে জামিন শুনানি হবে।

জানা গেছে, গত বছর ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে।

এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হলে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।  

কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।