ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ২ জেলে কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ২ জেলে কারাগারে

খুলনা: সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় ২ জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  সোমবার (২৫ মার্চ) খুলনার কয়রা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।



এর আগে রোববার (২৪ মার্চ) সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জর কাশিয়াবাদ স্টেশনের বজবজা টহল ফাঁড়ির আওতাধীন সংরক্ষিত মুরালি খাল এলাকা তাকে তাদেরকে আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে ১টি নৌকা,  কাঁকড়া ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটক জেলেরা হলেন, বতুল বাজার এলাকার হাছান (৩০) ও আবু রায়হান (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়াবাদ স্টেশনের স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, বজবজা টহল ফাঁড়ির আওতাধীন এলাকার মুরালি খালে অবৈধভাবে মাছ ধরার জন্য দুই জেলেকে আটক করা হয় এবং নেকবত আলী নামের এক জেলে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।