ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জে নতুন পিপি জালাল, জিপি গাউস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
কিশোরগঞ্জে নতুন পিপি জালাল, জিপি গাউস  মো. জালাল উদ্দিন (পিপি) ও জালাল মোহাম্মদ গাউস (জিপি)

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং সরকারি কৌঁসুলি (জিপি) পদে অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস নিয়োগ পেয়েছেন।  

বুধবার (৩০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

পিপি পদে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি। এছাড়া তিনি পাকুন্দিয়া পৌরসভার প্রথম মেয়র এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক।

জিপি পদে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।