ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলা: নড়াইলে ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
হত্যা মামলা: নড়াইলে ৫ জনের যাবজ্জীবন

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিশু মো. শাহিন ফকির (১০) হত্যা মামলায় নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল (৪৪) ও তার মা শামীমা বেগম (৬৯), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও তার দুই ছেলে সৈয়দ জাহিদুর রহমান মিঠু (৪৪) ও সৈয়দ লিটন (৪১)। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে হাজির ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর শাহিন ফকির (১০) নিখোঁজ হন। পরে ৩০ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ের ময়লা আবর্জনার গর্ত থেকে তার পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অভিযোগ করা হয়, জমি-জমা নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছিল এবং মরদেহ গুম করার চেষ্টা করা হয়।

এ ঘটনায় শাহিনের বাবা বিদেশ থাকায় তার চাচা মিজানুর ফকির ২০১৫ সালের ০১ অক্টোবর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।