ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সাবেক এমপি শফিউল ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৪৮ পিএম, জানুয়ারি ৯, ২০২৫
সাবেক এমপি শফিউল ৩ দিনের রিমান্ডে শফিউল ইসলাম মহিউদ্দিন

ঢাকা: ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ শরীফ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে শফিউলকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন সাত নম্বর সেক্টরে গুলিতে নিহত হন রউফ। এ ঘটনায় নিহতের ভাই শাকিব হাসান ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার সাত নম্বর এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
কেআই/এএটি

বাংলাদেশ সময়: ৪:৪৮ পিএম, জানুয়ারি ৯, ২০২৫ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।