ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ট্রাইব্যুনালের মামলায় ডিবির সাবেক এসি গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ট্রাইব্যুনালের মামলায় ডিবির সাবেক এসি গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুরাতন হাইকোর্ট ভবন

ঢাকা: জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক সহকারী কমিশনার (এসি) জাবেদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের এই এএসপিকে গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, এএসপি জাবেদ ইকবাল ডিবির তৎকালীন এসি।

জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১১, ২০২৫
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।