ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

আইন ও আদালত

জবাই তো দেবেন, একটু সময় দেন: সোলাইমান সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
জবাই তো দেবেন, একটু সময় দেন: সোলাইমান সেলিম সোলাইমান সেলিম

ঢাকা: যেকোনো সময় ফাঁসির আদেশ এলে অবাক হবেন না ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। তিনি বলেছেন, ‘জবাই তো দেবেন, একটু সময় দেন’।

বুধবার (০৫ মার্চ) সকালে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক লালবাগ থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির সময় তিনি একথা বলেন।

এ মামলায় পুলিশ সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সেই আবেদনের শুনানির জন্য এ দিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আবেদন মঞ্জুর করেন।  

মামলার শুনানির জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে এজলাসে তোলা করা হয়।

বিচারক আসন গ্রহণের আগে ও পড়ে সোলাইমান সেলিম কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় এক আইনজীবী সোলইয়মান সেলিমের কাছে জানতে চান, কারাগারে কেমন জীবন কাটাচ্ছেন? জবাবে তিনি বলেন, ‘রোজা রাখছি। বই পড়ি। পরিবারের সাথে ফোনে কথা বলা যায়। সেহরি ও ইফতারে খাবার নরমাল দেয়। দেখছেন না সবার মুখ কেমন শুকনা। ’

বিচারক এজলাসে আসন গ্রহণের পরও তিনি কথা বলতে থাকেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশে সোলাইমান সেলিম বলেন, ‘অনেক সাংবাদিক ভুয়া নিউজ করে। তারা লিখেছে, শাজাহান খানসহ অনেকে নাকি কারাগারে ভালো খাবার খাচ্ছে। এসব ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে। ’

এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সোলাইমান সেলিমকে কথা বলতে বারণ করেন। তখন তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘জবাই তো দেবেন। একটু সময় দেন। ’

আইনজীবীকে তিনি বলেন, ‘যেকোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে। এতে আমি অবাক হব না। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, বোঝা শেষ!’

এরপর শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় আরেক আইনজীবীর কাছে বাবা হাজী সেলিমের বিষয়ে খোঁজ নেন সোলাইমান সেলিম।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।