ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

নসরুল হামিদের ৭০ ব্যাংক হিসাবের ৩৭ কোটি টাকা অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
নসরুল হামিদের ৭০ ব্যাংক হিসাবের ৩৭ কোটি টাকা অবরুদ্ধ ফাইল ফটো

ঢাকা: সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে থাকা ৭০টি ব্যাংক হিসাবের ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 
রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

একইসঙ্গে তার রাজধানীতে থাকা একটি ফ্ল্যাট ও তিনটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। পাশাপাশি তার দুই কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা মূল্যের তিনটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের পক্ষে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, অনুসন্ধানে এসব স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি নসরুল হামিদ বিপুর নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত এসব স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ ও জব্দ করা আবশ্যক।

শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।