ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান সাথীকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, অক্টোবর ৮, ২০২৫
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান সাথীকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান সাথীকে

ঢাকা: মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক খালি চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন।

একইসঙ্গে তার পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জানুয়ারি আসামি নাসির উদ্দিন সাথী তার অফিসের এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে আমেরিকায় ভ্রমণের জন্য পাঠান। ভ্রমণ শেষে ২০ দিন পরে বাদী দেশে ফিরে আসেন। এরপর আসামি বাদীকে ফোন করে তার অফিস কক্ষে আসতে বলেন। বাদী অফিসে গেলে আসামি তাকে কুপ্রস্তাব দিলে তাতে বাদী রাজি না হলে ধর্ষণের চেষ্টা করেন সাথী। এ সময় বাদী অফিস থেকে পালানোর চেষ্টা করলে অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বকভাবে আটকে রাখে। এ সময় ভুক্তভোগী নারীকে মারধরসহ মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশত টাকা মূল্যের খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ করেন বাদী।

ওই ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাথীসহ সাতজনের নাম উল্লেখ একটি সিআর মামলা করেন।

গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই থেকে তিনি কারাগারে আটক আছেন।  

কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ