মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানায়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ (যিনি পদাধিকারবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের জেএটিআই চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন) গত ৮ অক্টোবর মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ এনসিজেএস পরিদর্শন করেন। এ সফরটি বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সফরকালে প্রধান বিচারপতি মিশর বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। উভয় পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান মিশরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের উপপ্রধান বিচারপতি, কাউন্সেলর ড. মোহাম্মদ ইমাদ এল-নাগ্গার। আলোচনায় উভয় দেশ বিচার বিভাগের আধুনিকায়ন, আইনের শাসন সুদৃঢ়করণ এবং প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে টেকসই সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
এ সময় মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। এ সফরের ফলশ্রুতিতে জেএটিআই এবং এনসিজেএস যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হয়েছে।
ইএস/আরআইএস