ঢাকা: সাধারণ বিমা করপোরেশনের ২৫০ জন কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়ার বিচারিক আদালতের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন বলে রোববার (০৫ মে) সাংবাদিকেদর জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে কর্মচারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী ও সুলতানা ফৌজি আসলাম।
ফারুক আলমগীর চৌধুরী সাংবাদিকদের বলেন, স্থায়ী নিয়োগ পেতে সাধারণ বিমার ২৫০ জন অস্থায়ী কর্মচারী শ্রম আদালতে ২০১১ সালে মামলা করেন। ২০১৪ সালের ০৪ মে শ্রম আদালত ২৫০ জনকে স্থায়ী নিয়োগ দিতে নির্দেশ দেন।
পরে ওই রায়ের বিরুদ্ধে সাধারণ বিমা কর্তৃপক্ষ শ্রম আপিল আদালতে আবেদন করেন।
২০১৫ সালের ২৭ জানুয়ারি শ্রম আপিল আদালত সাধারণ বিমার আবেদন খারিজ করে স্থায়ীভাবে নিয়োগের আদেশ বহাল রাখেন। এরপর হাইকোর্টে আসে সাধারণ বিমা কর্তৃপক্ষ। হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে স্থায়ী নিয়োগের আদেশ বহাল রাখেন।
বাংলাদেশ সময়:২০১৪ ঘণ্টা, জুন ০৫,২০১৬
ইএস/জেডএস