ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মিনার চৌধুরীর জামিন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
মিনার চৌধুরীর জামিন স্থগিত

ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজের আদালত।

ঢাকা: ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজের আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৮ নভেম্বর) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত  জামিনাদেশ স্থগিত করে আগামী রোববার (০৩ ডিসেম্বর) নিয়মিত বেঞ্চে শুনানির আদেশ দেন।

 
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মিনারের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।  
 
গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মিনার চৌধুরীকে ছয় মাসের জামিন দেন  বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ। পরে এ জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
 
এর আগে গত ৫ অক্টোবর তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।  
 
এছাড়াও চলতি বছরের শুরুতে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন গত ১১ এপ্রিল বাতিল করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে আবার জামিনের আবেদন জানান মিনার চৌধুরী।  
 
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন।  

ওইদিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।
 
একই বছরের ২৭ মে ঢাকা থেকে মিনার চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
 
এ মামলায় গত ১৫ মার্চ ৫৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ফেনীর বিচারিক আদালত। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।