ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রেখেই হবে আইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রেখেই হবে আইন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাল্যবিয়ে বন্ধে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রেখেই আইন পাস করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাল্যবিয়ে বন্ধে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রেখেই আইন পাস করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের মধ্যে নগদ টাকা দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ আইন পাসের মাধ্যমে ১৮ বছরের নিচে কন্যা শিশুদের বিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকছে না। এছাড়া কিছু মানুষ অসত্য তথ্য দিয়ে ১৮ বছরের আগেই কন্যা শিশুদের বিয়ে দিতেন। এ ধরনের সুযোগও আর থাকবে না।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল হালিম টলস্টয়, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আঞ্জুম নাহীদ চৌধুরী লাকী, আবু সায়েম রিশাত, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল প্রমুখ।  

বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র ফুলছড়ি উপজেলার উড়িয়া, উদাখালী, এরেন্ডাবাড়ি ও ফুলছড়ি ইউনিয়নের এক হাজার ২২০ পরিবারের মধ্যে এক কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবার তিন মাসে চার হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা সহায়তা পাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।