ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রংপুরে কৃষক হত্যা মামলায় দুইজনের ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রংপুরে কৃষক হত্যা মামলায় দুইজনের ফাঁসি

রংপুরের পীরগাছা উপজেলার কৃষক মাহতাব হোসেন হত্যা মামলায় দুইজনের ফাঁসির রায় দিয়েছেন বিশেষ আদালত। সোমবার...

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার কৃষক মাহতাব হোসেন হত্যা মামলায় দুইজনের ফাঁসির রায় দিয়েছেন বিশেষ আদালত।

সোমবার (২৮ নভেম্বর) রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

এ সময় আসামিরা উপস্থিত ছিলেন না আদালতে। রংপুরের বিশেষ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবু রথিশ চন্দ্র ভৌমিক বাংলানিউজকে এ তথ্য জানান।

ফাঁসির দণ্ডিতপ্রাপ্তরা হলেন, পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের দিলালপাড়া গ্রামের মানিক মিয়া (৩০) ও হাসান আলী (৩১)। এ সময় আদালতে সাক্ষ্য প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন, একই উপজেলার আমজাদ হোসেন ও শাহিনুর বেগম।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।