ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে জামিন নিতে এসে.....

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
হাইকোর্টে জামিন নিতে এসে.....

ধর্ষণের অভিযোগে গত ২৭ জুলাই মামলা হয় কুমিল্লার দাউদকান্দির মতিউর রহমান জজ মিয়ার ছেলে মো. নয়নের বিরুদ্ধে।

ঢাকা: ধর্ষণের অভিযোগে গত ২৭ জুলাই মামলা হয় কুমিল্লার দাউদকান্দির মতিউর রহমান জজ মিয়ার ছেলে মো. নয়নের বিরুদ্ধে।
 
এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (২৯ নভেম্বর) হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান নয়ন।

বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ শুধু তার জামিনের আবেদন খারিজ করেই থেমে থাকেননি। এ আসামিকে হাইকোর্টের রেজিস্ট্রার অফিসের মাধ্যমে তুলে দেন পুলিশের হাতে। আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন রেজিস্ট্রার অফিসকে।
 
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হারুন-অর রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।
 
পরে এফ আর খান বলেন, ‘গৃহকর্মীকে ধর্ষণ এবং জখমের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে মামলা হয়েছিলো। ওই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর এজাহারে আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই আমরা আবেদনের সপক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি পাইনি। পরে আদালত জামিন আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার অফিসের মাধ্যমে তাকে পুলিশে দিতে নির্দেশ দেন’।
 
আদালত সূত্রে জানা গেছে, মো. নয়নের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে ওই মামলা হয়। যা বর্তমানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।