ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
কিশোরগঞ্জে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন

কিশোরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার হওয়ার মামলায় মনোয়ারা বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড‍ দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার হওয়ার মামলায় মনোয়ারা বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড‍ দিয়েছেন আদালত।

 

একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ জি এম আল মামুন এ রায় দেন।

সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ জানুয়ারি জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে ৭৫ গ্রাম হেরোইনসহ মনোয়ারাকে আটক করে ভৈরব থানা পুলিশ।

পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার মনোয়ারাকে যাবজ্জীবন দণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বিএসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।