ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
নাটোরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

নাটোরে অস্ত্র মামলায় হাবিবুর রহমান (২৮) নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

নাটোর: নাটোরে অস্ত্র মামলায় হাবিবুর রহমান (২৮) নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন।

হাবিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পনেরসিয়া গ্রামের মো. আফুর ছেলে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ আগস্ট ভোরে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে হাবিবুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় গুরুদাসপুর থানায় উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত তাকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।