ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

সিলেটে শিশু আদালতের যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
সিলেটে শিশু আদালতের যাত্রা শুরু আদালতের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

সিলেট: সিলেটে শিশু আদালতের যাত্রা শুরু হয়েছে। ঢাকার বাইরে এই প্রথম সিলেটে শিশু আদালতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ ভবনে নতুন এই আদালতের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘শিশুরাই দেশ ও জাতির কর্ণধার।

তাদেরকে আদর্শবান ও শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। কোন শিশুই অপরাধী হয়ে জন্মায় না, বরং কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে তারা বিপথগামী হয়। শিশুরা যাতে বিপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে’।

তিনি বলেন, শিশু আইন-২০১৩ তেও কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। বিচারক ও বিশেষজ্ঞদের গবেষণায় ত্রুটি-বিচ্যুতিগুলো চিহ্নিত হয়েছে। এগুলো দূর করে শিশু আইন-২০১৩ সংশোধন করা হলে শিশু আদালতের মামলাগুলোর গুণগতমান বৃদ্ধি করে নিষ্পত্তি সম্ভব হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জন লেইবি।

এছাড়া সিলেট জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক নুমেরী জামান ও  সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।