ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

মানিকগঞ্জে মাদকবিক্রেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
মানিকগঞ্জে মাদকবিক্রেতার কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভা এলাকায় হেয়ারকাটিং ব্যবসার অন্তরালে ইয়াবা ব্যবসা করার দায়ে মনোরঞ্জন শীল নামে এক মাদকবিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

মনোরঞ্জন মানিকগঞ্জ পৌরসভা এলাকার ফ্যাশন হেয়ারকাটিংয়ের মালিক এবং পৌরসভার পূর্ব দাশড়া এলাকার সুনীল কুমার শীলের ছেলে।

জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে হেয়ারকাটিং ব্যবসার অন্তরালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন মনোরঞ্জন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এ দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।