ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জঙ্গির মাথায় টুপি: শর্ষের মধ্যে ভূত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
জঙ্গির মাথায় টুপি: শর্ষের মধ্যে ভূত আদালতে নেওয়া আসামির মাথার আইএস’র টুপি। ছবি: বাংলানিউজ

ঢাকা: গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় আইএসের প্রতীকসংবলিত টুপির বিষয়ে হাইকোর্ট বলেছেন, ‘পত্রিকায় রিপোর্ট দেখলাম, পুলিশ বলছে কারাগার থেকে টুপি এসেছে। আর কারা কর্তৃপক্ষ বলছে বাইরে থেকে এসেছে। এ টুপির বিষয়ে কেউ কিছু জানে না, তা হতে পারে না। এটাকে শর্ষের মধ্যে ভূত বলে মন্তব্য করেছে আদালত।’

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রোববার (১ ডিসেম্বর) নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না।  

তিনি আদালতে বলেন, ‘আমি অনেক দিন ধরেই আইএসের বিরুদ্ধে বলে আসছি।

এ দেশে আইএসের উপস্থিতির কথা বলে আসছি। গত ২৭ নভেম্বর হলি আর্টিজান বেকারিতে হামলা মামলায় জঙ্গিদের ফাঁসির রায় দেওয়ার পর তাদের কয়েকজনের মাথায় আইএসের টুপি দেখা গেছে। এ ঘটনার পর আমি আমার জীবন নিয়ে হুমকির মধ্যে আছি। ’

জেড আই খান পান্না বলেন, ‘এই টুপি এলো কোথা থেকে? পুলিশ বলছে, কারাগার থেকে এসেছে। আর কারা কর্তৃপক্ষ বলছে, বাইরে থেকে এসেছে। এরা কেউ যদি জড়িত না থাকে, তবে কি ইবলিস এসে দিয়ে গেছে?’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আমি বলতে চাই, ছোট কর্মচারী হোক আর বড় কেউ হোক, কেউ না কেউ তো জড়িত। আমরা চাই না, এ ঘটনায় আরেক জাহালম বা জজ মিয়া আসুক। ’ 

এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্নার নিরাপত্তার বিষয়টি দেখার জন্য সরকারের সংশ্লিষ্টদের জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মৌখিকভাবে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
ইএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।