ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

খালেদা জিয়ার জামিন শুনানি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
খালেদা জিয়ার জামিন শুনানি শুরু

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। 

এ সময় সুপ্রিম কোর্টের জেনারেল মেডিক্যাল বোর্ডের পাঠানো প্রতিবেদন আদালতের কাছে পেশ করেন। পরে এ প্রতিবেদনের ওপরে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

ওই সময় প্রধান বিচারপতি বলেন, আগে আবেদনকারী পক্ষে শুনবো।
তখন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনের ওপর শুনানি শুরু করেন।  

পড়ুন>>সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা

আদালতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এজে মোহাম্মদ আলী উপস্থিত রয়েছেন।  

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টটি আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯/আপডেট: ১১১৬ ঘণ্টা
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।