ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গুইমারায় ইটভাটার জন্য মাটি কাটার দায়ে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
গুইমারায় ইটভাটার জন্য মাটি কাটার দায়ে জরিমানা গুইমারায় ইটভাটার জন্য মাটি কাটার দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বাইল্যাছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ।

সকালে বাইল্যাছড়ি এলাকা থেকে মদিনা ব্রিকফিন্ডের জন্য অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাটিভর্তি একটি মিনিট্রাক আটক করে অনুমতি ছাড়া মাটি কেটে ইটভাটায় পরিবহনের দায়ে ভাটার মালিক মো. জালালকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।