ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘বড়ভাইদের’ জাজমেন্টে আনা হয়নি: আসামিপক্ষের আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
‘বড়ভাইদের’ জাজমেন্টে আনা হয়নি: আসামিপক্ষের আইনজীবী

ঢাকা: বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় আদালতের রায়ে ঘটনার মাস্টারমাইন্ড কথিত বড়ভাইদের জাজমেন্টে আনা হয়নি। এছাড়া, বুয়েট কর্তৃপক্ষের নেগলেন্সির বিষয়টিও উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ।

তাই এই রায়ে জাজমেন্ট সঠিক হয়নি উল্লেখ করে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ বলেন, এ মামলায় মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদেরকে আনা হয়নি। এছাড়া, বুয়েটের যে নেগলেন্সি ছিল, আমরা মনে করেছিলাম যে যুক্ততর্ক উপস্থাপন করেছি আদালত সেসব জাজমেন্টে আনবেন। কিন্তু আদালত কোকো কিছু বিবেচনায় না নিয়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন।

তিনি বলেন, এখানে ফুটেজের কথা বলা হয়েছে, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিশ্বাস করেছেন। আমরা মাননীয় আদালতের কাছে উপস্থাপন করেছি এ মামমলায় ১৬৪ ধারার জবানবন্দি বিশ্বাস করে সাজা দিতে পারেন না। কিন্তু বিজ্ঞ বিচারক পাঞ্জাব প্রদেশের একটি মামলার জাজমেন্ট এনেছেন, এনে আদালতে ফাইন্ডিংস দিয়েছেন।

আসামি প্যানেল থেকে যে বিষয়গুলো আমরা উপস্থাপন করেছিলাম, একটাও বিজ্ঞ আদালতে জাজমেন্টে আনেননি। আমাদের জেরাগুলো খণ্ডন করেননি বলে মনে করছি। পূর্ণাঙ্গ রায় পেলে বুঝতে পারবো। আমরা মনে করি জাজমেন্ট সঠিক হয়নি, আমরা উচ্চ আদালতে যাবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলায় বড় ভাইদের নির্দেশে কাজটা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু বড়ভাই কারা ছিল তাদেরকে তদন্তে আনা হয়নি। এছাড়া, বুয়েট কর্তৃপক্ষের যে নেগলেন্সির বিষয়টা ছিল, রাত ৮ টা থেকে ৩ টা পর্যন্ত ঘটনা অথচ কর্তৃপক্ষ কিছুই যানে না। তাদের যে নিরাপত্তার বিষয়ে নেগলেন্সি ছিল তাদেরকেও জাজমেন্টে আনা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১ 
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।