ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলের কারাদণ্ড

বরগুনা: বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ও অবহেলা করায় ছেলেকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন বরগুনার সদর উপজেলার বাইনসমের্ত এলাকার ওয়ারেচ তালুকদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, হাজেরা বেগম গত ৫ অক্টোবর তার ছেলে কামাল হোসেন ও ছেলের স্ত্রী বিথী আক্তারকে আসামি করে বরগুনা থানায় মামলা দায়ের করেন। মামলায় হাজেরা অভিযোগ করেন, তার ছেলে কামাল তাকে ও তার স্বামীকে ভরণপোষণ দেন না। কামাল ও তার স্ত্রী তাকে (হাজেরা) মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন।

পরে বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) হান্নান মিয়া তদন্ত শেষে কামাল ও তার স্ত্রী বিথীর বিরুদ্ধে পিতা মাতার ভরণপোষণ আইন, ২০১৩ এর ৫(১)/৫(২)(ক) ধারায় চার্জশিট জমা দেন। অবশেষে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার আদালত এ রায় দেন। তবে বিথীকে বেকসুর খালাস দেন আদালত।  

রায় ঘোষণার সময় বিথী উপস্থিত থাকলেও কামাল পলাতক।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।