কক্সবাজার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের দেওয়া বক্তব্যের ওপর টানা চার দিনের যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ৭ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। ১৫ আসামির মধ্যে ১৩ আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ ইসমাঈলের আদালতে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ যুক্তিতর্ক চলে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকবে।
দিনের কার্যক্রম শেষে বাদীপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ষড়যন্ত্রমূলকভাবে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে। ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বাদীপক্ষ তা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী রানাদাশ গুপ্ত জানিয়েছেন, ইতোমধ্যে ১৩ জন আসামির পক্ষে তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপ কুমার দাসের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হওয়ার পর এই যুক্তিতর্ক নিয়ে রাষ্ট্রপক্ষ ইচ্ছে করলে কিছু বলার পরই এই মামলা রায়ের দিকে চলে যাবে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসবি/এমজেএফ