ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখার অভিযোগে দুদকের মামলায় নেকলেস ইসলাম পলিকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৬ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।
নেকলেস ইসলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা তাহমিদ ইসলাম মিলনের স্ত্রী।
রায় ঘোষণার সময় আসামি নেকলেস ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার মো. ওবায়দুল এ তথ্য জানান।
তিনি জানান, দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় নেকলেস ইসলামকে এক বছর ও ২৭(১) ধারায় তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। দুটি ধারার সাজা একত্রে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেন। সেক্ষেত্রে তাকে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া তাকে ২৮ লাখ ২৫ হাজার ৪৬০ টাকা অর্থদণ্ড ও অসাধু উপায়ে অর্জিত ২৮ লাখ ২৫ হাজার ৪৬০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।
জানা যায়, নেকলেস ইসলাম একজন গৃহিনী। তার দৃশ্যমান কোনো আয়ের উৎস নেই। তার স্বামী তাহমিদুল ইসলাম ১৯৯১ সাল থেকে কনিষ্ঠ হিসাব সহকারী ও ২০০২ সাল মামলা দায়ের হওয়া পর্যন্ত রাজউকের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্বামীর দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে নেকলেস ইসলাম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২০১৫ সালের ৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলে নোটিশ দেয় দুদক। নেকলেস ইসলাম ২৮ অক্টোবর দাখিল করা সম্পদ বিবরণীতে ১৪ লাখ ১২ হাজার ২৪০ টাকার সম্পদ প্রদর্শন না করে গোপন করে। মিথ্যা সম্পদ বিবরণী দাখিল এবং নিজ নামে অর্জিত ৯৬ লাখ ৯৫ হাজার ২৪০ টাকার সম্পদের মধ্যে ৩৫ লাখ ৭ হাজার ২৪০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখেন।
এ ঘটনায় ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৪ জুলাই একই ব্যক্তি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
কেআই/আরবি