ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে অস্ত্র মামলায় নাসির শেখ ওরফে গোফরান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
সোমবার (২৪ জানুয়ারি) স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।


 
নাসির শেখ ওরফে গোফরান যশোর জেলার অভয়নগর থানার ধুলগ্রাম গ্রামের তছির শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
 
মামলার অপর দুই আসামি একই গ্রামের বাবু লালের ছেলে বায়েজীদ ও রহমান সর্দারের ছেলে মফিজ সর্দারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করেন। বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের সীতারামপুর ব্রিজের ওপর যানবাহন তল্লাশিকালে খুলনা মেট্রো ল-১১-৩২৭৮ নং ইয়াহামা এফজেড মোটরসাইকেল চালিয়ে আসামি নাসির শেখ ওরফে গোফরান ওরফে দুর্জয়কে আসতে দেখে থামার সংকেত দেয় পুলিশ। এসময় আসামি মোটরসাকেলের গতি কমিয়ে হঠাৎ করে আবার গতি বাড়িয়ে নড়াইল শহরের দিকে চলে যেতে থাকে। এসময় উপস্থিত গোয়েন্দা পুলিশ ও পুলিশের অন্য একটি দল তাকে ধাওয়া করে  এবং স্থানীয় লোকজনের সহায়তায় নড়াইল বউবাজার ভওয়াখালী পাগলের বটতলা নামক স্থানে স্পিডব্রেকারের ওপর তাকে আটক করে। সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশী করে একটি বিদেশি পিস্তল (মেইড ইন চায়না), ম্যাগজিন, সাত রাউন্ড গুলি এবং একটি ইয়াহামা এফজেড মোটরসাইকেল জব্দ করে।
 
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার নাসির শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।
 
এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
 
 বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।