ঢাকা: অর্থ পাচার মামলায় আলোচিত ঢাকার বাড্ডা এলাকা থেকে অর্থ, অস্ত্র ও মাকদসহ গ্রেফতার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন ’ মনির হাইকোর্টে জামিন পাননি।
তার আইনজীবী জামিন আবেদন প্রত্যাহার (নন প্রসিকিউশন) করে নিলে আদালত রুল খারিজ করে দেন।
সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে মনিরের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে আমিন উদ্দিন মানিক বলেন, গত বছর ১৫ ডিসেম্বর আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। এ রুল শুনানির সময় তদন্ত কর্মকর্তা হাজির হতে বলেন আদলত।
সোমবার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহম্মদ ছাদেক আদালতে উপস্থিত হয়ে বলেন, এ মামলায় সম্পত্তি সংক্রান্ত অনেক বিষয় আছে । তাই দলিল সংগ্রহ করতে হচ্ছে। এ কারণে তদন্ত প্রতিবেদন দিতে আরও তিন মাসের মতো সময় প্রয়োজন । এরপর আদালত তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ করার নির্দেশ দেন।
এ ঘটনায় গোল্ডেন মনিরসহ ১০ জনকে আসামি করে গত বছরের ১১ মে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাড্ডা থানায় এ মামলা দায়ের করেন।
আরও পড়ুন>>>মনির যেভাবে হয়ে ওঠেন ‘গোল্ডেন মনির’
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
ইএস/এএটি