ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

প্রধান বিচারপতির উদ্যোগ: নিষ্পত্তি হচ্ছে কয়েক হাজার মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
প্রধান বিচারপতির উদ্যোগ: নিষ্পত্তি হচ্ছে কয়েক হাজার মামলা

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ১৭ এপ্রিল এক আদেশে ১৩টি বেঞ্চ গঠন করেছিলেন। যে বেঞ্চগুলোকে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ (জামিন সংক্রান্ত) ধারা মোতাবেক ২০১৬ থেকে ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মামলাগুলোর নিষ্পিত্তি করতে বলেছেন।

দুইদিনের জন্য গঠন করা এসব বেঞ্চে বুধবার (২০ এপ্রিল) থেকে মামলাগুলোর নিষ্পত্তি শুরু হয়েছে। এর মধ্যে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চে নিষ্পত্তি হয়েছে দেড় হাজারের মতো মামলা।

আর বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চে এদিন নিষ্পত্তি হয়েছে ৪৭৫টি মামলা।  

এভাবে বাকি ১১টি বেঞ্চেও বিপুল পরিমাণ মামলার নিষ্পত্তি হয়েছে।  

১৭ এপ্রিল এ বিষয়ে আদেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।  

ওই আদেশে ২০ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত বিচার কাজ পরিচালানার জন্য এ ১৩টি বেঞ্চ গঠন করেন।

এসব বেঞ্চে এখতিয়ার হিসেবে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৮ ধারা মোতাবেক ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মোকদ্দমাগুলো শুনানি ও নিষ্পত্তি করবেন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad