ঢাকা: প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়পুরহাট আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ এপ্রিল) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক নুর আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গোলাম মাহফুজ মেয়র থাকার সময়ে প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে সম্পদ গড়ে তোলেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে। এছাড়া তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের ৩৬ লাখ ৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ১ লাখ ৬৫ হাজার টাকা সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এসএমএকে/এনটি