ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

কুষ্টিয়ায় ভাইকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ১২, ২০২২
কুষ্টিয়ায় ভাইকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মামুন

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় বড় ভাই মামুন সরকারকে (৫০) হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই মামুনকে (৪৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দাযরা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মামুন সদর উপজেলার পিয়ারপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।  

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের ০১ জুন সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয় দুই ভাই আসাদুল সরদার ও মামুনের মধ্যে। একপর্যায়ে বড় ভাই আসাদুলকে হাসুয়া দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে ছোট ভাই মামুন। সে সময় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থার আসাদুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় হত্যার অভিযোগে একমাত্র এজাহারভুক্ত আসামি মামুনের নামে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম কামরুজ্জামান ও শরীফ মঞ্জুর।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, বড় ভাই আসাদুলকে হত্যার দায়ে আনীত অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় আসামি মামুনকে বৃহস্পতিবার এ দণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।