ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক ব্যাংক কর্মকর্তার ৯ মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
সাবেক ব্যাংক কর্মকর্তার ৯ মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চট্টগ্রামের চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৯ মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবিরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

পরে খুরশীদ আলম খান জানান, ১২ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৪৩৩ টাকা আত্মসাতের ঘটনায় পারস্পরিক যোগসাজশে জালিয়াতি, প্রতারণা, মিথ্যা নথি তৈরি, গ্রাহক ও ব্যাংককে মিথ্যা হিসাব বিবরণী দেওয়ার অভিযোগে ২০১৯ সালের ১৪ অক্টোবর দুদকের পাঁচ কর্মকর্তা বাদী হয়ে আট জনকে আসামি করে মোট ১১টি মামলা করেন। পরে একই বছরের ২৭ নভেম্বর গ্রেফতার হন ব্যাংকটির সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবির। তিনি ৯ মামলায় জামিন আবেদন করেন।

আদালত ২০২০ সালে রুল জারি করেন। ওই রুলের শুনানি শেষে রোববার রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে মামলাগুলো ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। আর আসামিপক্ষে জামিন আবেদনের মামলা না চালানোর কথা বললে  ডিসচার্জ ফর নন প্রসিকিউশন করেন। অর্থাৎ তিনি জামিন পাননি।

খুরশীদ আলম খান আরও জানান, বিচারিক আদালতে মামলাগুলো এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।